হোম > ছাপা সংস্করণ

৪৯ বছরেও হয়নি যুবলীগের কমিটি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবলীগের কমিটি ৪৯ বছরেও গঠন করা হয়নি। আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এ উপজেলায় বিভিন্ন সময় আহ্বায়ক কমিটি দিয়েই চলে আসছে সাংগঠনিক কার্যক্রম।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন আজকের পত্রিকাকে বলেন, তিনি ২০১৩ সাল থেকে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে জোনাইল ইউনিয়ন যুবলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রধান অতিথি নাটোর-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। তবে যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির কেউ উপস্থিত ছিলেন না। নিজেদের মধ্যে কোন্দলের কারণে উপজেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়ার্দ্দার বলেন, ‘আহ্বায়ক জুলফিকার মতিন সংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ না করায় উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। সম্মেলন করার জন্য কেন্দ্রের কাছে তারিখ চেয়েছি। কেন্দ্র যেদিন তারিখ দেবে, সেদিন পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।’

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ক্বাজী আব্দুল্লাহ বলেন, তাঁর সময়ে ২৫ বারের বেশি কাউন্সেলিং করেছেন। কিন্তু কোন্দল এবং নিজেদের পছন্দের প্রার্থীদের পদ না আসার কারণে কমিটি গঠন সম্ভব হয়নি।

উপজেলা যুবলীগের আরেক সাবেক আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, তিনি যখন আহ্বায়ক ছিলেন, তখন সংগঠনের দুর্দিন ছিল। যার কারণে বারবার চেষ্টা করেও, কমিটি গঠন করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি ব্যর্থ। এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি উপহার দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ