শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে নিহত উজির মিয়ার বাড়িতে গেলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে যান তিনি। এ সময় মন্ত্রী উজিরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।
মন্ত্রী উজির মিয়া নিহতের ঘটনায় পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে মৃত্যুর বর্ণনা শোনেন। পরে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন তিনি।
মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে হোক পুলিশ কিংবা জনগণ। কেউ আইন হাতে তুলে নেবেন না। উজির মিয়ার সুরতহাল, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান নুরুল হক, উজির মিয়ার ভাই ডালিম মিয়া, গোলাম মুস্তফাসহ স্থানীয় বাসিন্দারা।
২১ ফেব্রুয়ারি জামিনের ১০ দিন পর উজির মিয়ার মৃত্যু হয়। ঘটনার দিন লাশ নিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। উজির মিয়ার পরিবারের দাবি পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে।