ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং ঢাকার বাইরে ২৪ জন ভর্তি হয়েছে। তবে এ সময় কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে ৯৭৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৭৬৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২০৯ জন ভর্তি আছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১ অক্টোবর পর্যন্ত মোট ১৮ হাজার ৩৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন। এ সময় মারা গেছে ৬৮ জন।
কীটতত্ত্ববিদেরা বলেছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে এলেই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।