হোম > ছাপা সংস্করণ

মাছের ঘেরে মিলল মুদি দোকানির লাশ

মনিরামপুর প্রতিনিধি

মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন নামের এক মুদিদোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বল নামের এক ব্যক্তির মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশসহ ঘেরের পাড়ে পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে।

বিল্লাল হোসেন লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বলে জানা গেছে। তাঁর চারটি মেয়ে রয়েছে। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসা চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বল নামের এক ব্যক্তির মাছের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান আমেনা।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের দায়ে ও স্ত্রীর সঙ্গে অভিমান করে বিল্লাল বিষ পান করে আত্মহত্যা করেছেন।’’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ