হোম > ছাপা সংস্করণ

মির্জাপুরে কিশোরকে মারধরের ঘটনায় মামলা

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে শামীম মিয়া (১৬) নামে এক কিশোরকে হকিস্টিক ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠেছে। গত বৃহষ্পতিবার মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী চরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে শামীমের মা ফুলমালা মির্জাপুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুষ্টকামুরী চরপাড়া গ্রামের জনৈক করম আলীর বাড়ির সামনের রাস্তায় একই গ্রামের আলামিন খান, ইমন খান, কালাম খান, হাবিব খান, হাসান মিয়া ও সুজন খানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন শামীমের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হকিস্টিক ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। ইমন খান পিটিয়ে শামীমের ডান পা ও হাবিব খান ডান হাত ভেঙে দেন। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে প্রথমে উপজেলায় জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।

অভিযুক্ত কালাম খান বলেন, ‘বৃহস্পতিবার হামলার সময় আমি উপস্থিত ছিলাম না।’

মির্জাপুর থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, ‘তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ