ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের প্রতিরোধে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। গত বুধবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হয়। তাই মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে জেলা থেকে ফাইজারের টিকা আনা নেওয়া হচ্ছে। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এ টিকা সর্বসাধারণকে দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওয়ামী সালাম জানান, গত সোমবার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করে গত বুধবার থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২ হাজার ৩শত ডোজ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, নভেম্বর পর্যন্ত ৪০ শতাংশ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা থাকলেও মধুখালী উপজেলার ২ লাখ ৩৫ হাজার নাগরিকের মধ্যে ৫০ শতাংশ নাগরিককে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি নাগরিকদেরও ফাইজারের টিকা দেওয়া হবে।