হোম > ছাপা সংস্করণ

বিনা মূল্যে বীজ ও সার পেলেন ৬৪০ কৃষক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬৪০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে আট প্রকারের শস্য বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

উপজেলায় চলতি শীতকালীন রবিশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম টুটুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, নারী ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন।

এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রওশোন সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদের, তোফায়েল আহম্মেদ, পিন্টু সরকার, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষি বিভাগ ও কৃষকদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সংকটের মধ্যেও তারা ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা মেটাচ্ছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন বলেন, ‘কৃষিজমি পতিত রাখা যাবে না। শীতে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। সবাইকে সচেতন হতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ