হোম > ছাপা সংস্করণ

মৌলভীবাজারে চলছে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে তৃণমূল ক্রিকেট উন্নয়নে মাসব্যাপী চলছে ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল সোমবার ছিল এর তৃতীয় দিন। এখন পর্যন্ত এতে অংশ নিয়েছে আটটি দল।

তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ দল নিয়ে চলছে ‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’।

গতকালের প্রথম সেশনের ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়ন ও ৪ নম্বর আপার কাগাবালা ইউনিয়নের খেলায় গেম চেঞ্জিং এ পুরস্কৃত হয়েছেন সৈয়দ রাফি এবং ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কৃত হয়েছেন ইউনুস খান।

আয়োজকেরা জানান, মাস ব্যাপী টি-২০ ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রতিদিন দুটি করে খেলা হবে। এই আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি) গ্রাম-গঞ্জ-ইউনিয়ন থেকে সমন্বিতভাবে মেধাবী ক্রিকেটারদের তুলে নিয়ে আসবে। যা কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য তৃণমূল থেকে শহর পর্যন্ত এক ক্রিকেট বান্ধব উন্নয়ন সেতু রচনার প্রয়োজন রয়েছে। ফলে অবকাঠামোর মধ্য দিয়ে জেলার ক্রিকেট একটা শক্ত অবস্থানে উঠবে।

ক্রিকেট কোচ রাসেল আহমদ বলেন, ‘জেলা থেকে অনেক মেধাবী ক্রিকেটার বেরিয়ে এসেছে। অনেকে অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ২০ এ সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করছেন।’ গত ১৩ নভেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন হয় এ টুর্নামেন্টের।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ