গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ-নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে আব্দুল হাই (৪০) ও একই গ্রামের মৃত শমশের আলীর ছেলে নুর আলম (৩৮)
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত উপডজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরের দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’