চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নির্ধারিত দিনে ২৭৩ জন বৈধ প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ, আওয়ামী লীগ বিদ্রোহী চার, বিএনপির স্বতন্ত্র তিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই, ইসলামী আন্দোলনের তিন, জাকের পার্টির এক ও ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৈধ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—কামারপুকুর ইউনিয়নে জিকো আহমেদ (নৌকা), আনোয়ার হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী-মোটর সাইকেল), নুর আলম (লাঙল), সাজেদুল ইসলাম (হাতপাখা), মোজাহারুল (জামায়াত-চশমা), রেজাউল করিম লোকমান (বিএনপি-আনারস)।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নে গোলাম রকিব সোহন (নৌকা), লানছু হাসান চৌধুরী (জাকের পার্টি-গোলাপ ফুল), বজলুর রশীদ চৌধুরী বুলবুল (আওয়ামী লীগ বিদ্রোহী-আনারস), কাজী মনিরুজ্জামান বাদশা (মোটরসাইকেল)।
খাতামধুপুর ইউনিয়নে হাসিনা বেগম (নৌকা), জুয়েল চৌধুরী (আনারস), মাসুদ রানা বাবু পাইলট (আওয়ামী লীগ বিদ্রোহী-মোটরসাইকেল), আবুল কাশেম (হাতপাখা), মাহাফুজ রেজা (টেলিফোন)।
বাঙ্গালীপুর ইউনিয়নে ডা. শাহাজাদা সরলার (নৌকা), সাইদুল হক বাবলু (বিএনপি-মোটরসাইকেল), শামসুল আলম সরকার (আনারস) ও জামিনুল ইসলাম (হাতপাখা)।
বোতলাগাড়ী ইউনিয়নে আব্দুল হাফিজ হাপ্পু (নৌকা) মনিরুজ্জামান জুন (আওয়ামী লীগ বিদ্রোহী-ঘোড়া), জাহাঙ্গীর হোসেন (হাতপাখা)।