হোম > ছাপা সংস্করণ

উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মাগুরা ও নড়াইলে গতকাল বৃহস্পতিবার উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। এ উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাগুরা : সকাল ১১টায় শহরের নোমানী ময়দান এলাকায় এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে এই আয়োজন করে জেলা প্রশাসন।

আলোচনার সভার আগে জেলা প্রশাসক আগত অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরে মাদক নির্মূলে গণস্বাক্ষর তিনি অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতারা প্রমুখ।

নড়াইল : জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্‌যাপন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি দপ্তরের সেবা সমূহসহ বিভিন্ন বিষয়ের ওপর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ স্টল খোলা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর জীবনালেখ্য চিত্রায়ণ, এবং উন্নয়ন বিষয়ক ভিডিও দেখানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ