হোম > ছাপা সংস্করণ

‘ঢাকাগামী ট্রেনের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে’

রংপুর প্রতিনিধি

রংপুর থেকে ঢাকাগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রংপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে গত শুক্রবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অবহেলিত রেলসেবার আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন রেলওয়ে স্টেশন আধুনিকায়ন করা হবে। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ৫৫টি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচুকরণ, ওপরের শেড বদল, নতুন শেড যুক্ত, প্ল্যাটফর্ম বৃদ্ধি, টয়লেট ও ব্রেস্ট ফিডিংয়ের স্থান নির্ধারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মতো পদক্ষেপ নেওয়া হবে। উন্নত, আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ রেল ব্যবস্থা গড়ে তোলা হবে।

আওয়ামী লীগ সরকারকে উন্নয়নবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করতে অগ্রাধিকার দিয়েছেন। অল্পসময়ের মধ্যে রেলপথে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে।

রেলমন্ত্রী জানান, রেলপথকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় রেল মন্ত্রণালয় সচিব সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ