রংপুর থেকে ঢাকাগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রংপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে গত শুক্রবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অবহেলিত রেলসেবার আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন রেলওয়ে স্টেশন আধুনিকায়ন করা হবে। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ৫৫টি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচুকরণ, ওপরের শেড বদল, নতুন শেড যুক্ত, প্ল্যাটফর্ম বৃদ্ধি, টয়লেট ও ব্রেস্ট ফিডিংয়ের স্থান নির্ধারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মতো পদক্ষেপ নেওয়া হবে। উন্নত, আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ রেল ব্যবস্থা গড়ে তোলা হবে।
আওয়ামী লীগ সরকারকে উন্নয়নবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করতে অগ্রাধিকার দিয়েছেন। অল্পসময়ের মধ্যে রেলপথে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে।
রেলমন্ত্রী জানান, রেলপথকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় রেল মন্ত্রণালয় সচিব সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।