হোম > ছাপা সংস্করণ

যে তিন কাজে আল্লাহ অসন্তুষ্ট হন

মাওলানা ইমরান হোসাইন

খেয়ালে-বেখেয়ালে আমরা প্রতিদিনই এমন অনেক কাজ করে চলেছি, যা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। প্রচলন ও অভ্যাসে তাড়িত হয়ে আমরা তা নির্ভার চিত্তেই করে ফেলি। কখনো জাগতিক লাভের মোহে পড়ে আল্লাহর আদেশ-নিষেধ ভুলে যাই। রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে এমন তিন কাজের কথা বলেছেন, যার কারণে মানুষ কিয়ামতের দিন আল্লাহর সুদৃষ্টি পেতে ব্যর্থ হবে।

রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা কেয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না এবং তাদের গুনাহ মাফ করবেন না এবং তাদের জন্য রয়েছে যাতনাদায়ক শাস্তি। এক. যে ব্যক্তি টাখনুর নিচে (পায়জামা বা) লুঙ্গি ঝুলিয়ে চলে, দুই. যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং তিন. যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে।’ (মুসলিম)

হাদিসে বর্ণিত তিনটি কাজের প্রতিটিই আমরা অনেকেই নিয়মিত করে থাকি। এগুলো যে বড় গুনাহের কাজ, সেই অনুভূতিটুকুও আমাদের মধ্যে নেই। টাখনুর নিচে পায়জামা-লুঙ্গি ঝুলিয়ে পরা বড় গুনাহের কাজ। এটিকে হাদিসে অহংকারের লক্ষণ বলা হয়েছে। আর অহংকার ভয়াবহ গুনাহের কাজ। তাই পুরুষদের জন্য টাখনুর ওপরে কাপড় পরার নির্দেশনা রয়েছে।

এ ছাড়া দান করে খোঁটা দেওয়া নেহাত নির্বুদ্ধিতা। এর মাধ্যমে দানের সওয়াব নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, নিজেদের সদকাসমূহ খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নষ্ট করে ফেলো না।’ (সুরা বাকারা: ২৬৪)

আর মিথ্যা শপথ করা তো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটি স্পষ্ট প্রতারণা। তাই এই কাজ থেকেও বেঁচে থাকা সবার কর্তব্য। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ