কলাপাড়ায় আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের পায়রাবন্দর শাখার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় লালুয়া ইউপির বানাতী বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন লালুয়ার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিক গাজী, বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সাইমুন রহমান ইসমাইল, ট্রাক চালক ইউনিয়ন পায়রাবন্দর শাখার উপদেষ্টা মিজু হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে মহিউদ্দিন সরদারকে সভাপতি, আল-আমিনকে সহসভাপতি ও শিমুল হাওলাদারকে সম্পাদক করে ট্রাক চালক ইউনিয়ন পায়রাবন্দর শাখার কমিটি ঘোষণা করা হয়।