হোম > ছাপা সংস্করণ

ঢাকা-দিল্লি বাণিজ্য বহুগুণে বাড়বে

রংপুর প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় ভারত সরকার। বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগে উন্নতি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে।

গতকাল মঙ্গলবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে এক মতবিনিময় সভায় হাইকমিশনার এসব কথা বলেন।

দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ দেশ হচ্ছে ভারতের প্রথম সারির ব্যবসায়িক অংশীদার। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ।’

বাংলাদেশ ও ভারত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে হাইকমিশনার বলেন, দীর্ঘদিনের অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে বাকিগুলোরও সমাধান হবে।

মোংলা ও মিরসরাইয়ে ভারতের দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জানিয়ে দোরাইস্বামী বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিভিন্ন খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে অটোমোবাইলের যন্ত্রাংশ উৎপাদন, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।

বাণিজ্য ঘাটতির বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের পণ্যের বৈচিত্র্যকরণ হলে ভারতেও রপ্তানি বাড়বে এবং ঘাটতি অনেক কমে যাবে।

দোরাইস্বামী জানান, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে ভারত সরকারের অর্থায়নে রংপুর আইটি পার্কের কার্যক্রম শুরু হবে।

মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে ‘কি নোট পেপার’ উপস্থাপন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর ওপর ভারতের রাজ্য সরকারের আরোপিত শুল্ক ও অশুল্ক বাধার কারণে দেশটিতে কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ব্যবসায়ীরা পণ্য খালাসের সুবিধার্থে ভারতীয় কাস্টমস কার্যালয় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা এবং সহায়ক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ