- সারা সপ্তাহ ডায়েটে থাকলেও প্রতি রোববার তিনি বার্গার খান।
- দিনের শুরুতে সবুজ কোনো সবজির জুস পান করেন। সকালের নাশতায় থাকে ওটমিল, টোস্ট, বাটার ও এক কাপ ব্ল্যাক কফি। কোনো কোনো সময় দক্ষিণ ভারতীয় খাবার ইডলি, দোসা ও উপাম্মাও খান।
- দুপুরে থাকে চিকেন স্যান্ডউইচ ও সবজি। বিকেলে খান বাদাম, ডাবের পানি, ফল ও কফি। গ্রিল করা মাছ, ডার্ক চকলেট ও চিকেন স্যুপ।
ফিট থাকতে
প্রতিদিন সকালে ইয়োগা করেন। তারপর অন্যান্য কাজ শুরু করেন।