হোম > ছাপা সংস্করণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

রকিবুল হাসান রবিন

উপসালা বিশ্ববিদ্যালয় সুইডেনের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় । ১৪৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অন্যতম হচ্ছে গ্লোবাল বৃত্তি। আবেদনের যোগ্যতা পূরণ সাপেক্ষে একজন শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

উপসালা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। একাডেমিক র‍্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অনুযায়ী, ১০ বছরের অধিক সময় এটি বিশ্বের সেরা ৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে।

বৃত্তির সংখ্যা

এই বৃত্তির সংখ্যা নির্দিষ্ট নয়।

প্রোগ্রাম শুরু

উপসালা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের প্রোগ্রাম আগামী বছরের ২৯ আগস্ট থেকে শুরু হবে।

টার্গেট গ্রুপ

ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি বরাদ্দ।

বৃত্তির পরিমাণ

এই বৃত্তি শুধু টিউশন ফি বহন করবে। বসবাসের খরচ দেওয়া হবে না।

যোগ্যতা

গ্লোবাল স্কলারশিপের জন্য একজন আবেদনকারীর নিচের যোগ্যতা থাকতে হবে।

১. আবেদনকারীকে ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশের নাগরিক হতে হবে।

২. প্রাতিষ্ঠানিক মেধার পরিচয় দিতে হবে এবং শিক্ষার পরিবেশে থাকার আগ্রহ দেখাতে হবে।

৩. উপসালা বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি উপসালা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেতে পারেন।

৪. মাস্টার্স প্রোগ্রামে ভর্তির নির্দিষ্ট সময়ের আগেই অনলাইনে আবেদন করতে হবে।

৫. মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক শর্তাবলি পূরণ করতে হবে। আবেদন ফি এবং অন্য সব ডকুমেন্ট ডেডলাইনের আগেই ডিজিটালি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া

গ্লোবাল স্কলারশিপের জন্য আবেদনকারীকে শুরুতে চলতি বছরের ১৮ অক্টোবর থেকে আগামী বছরের ১৭ জানুয়ারির আগে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। মাস্টার্স প্রোগ্রাম অবশ্যই শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী হতে হবে।

মাস্টার্স প্রোগ্রামে আবেদনের পরে আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে।

নিচের লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে:

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বৃত্তিসংক্রান্ত সব তথ্য এবং বৃত্তির আবেদনপত্র পাওয়া যাবে।

অনুবাদ: রকিবুল হাসান রবিন

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ