হোম > ছাপা সংস্করণ

দুই পাশের রেলিং ভাঙা ঝুঁকিতে সেতু পারাপার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় একটি সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে। এ কারণে সেতুতে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। যেকোনো সময় রেলিংয়ের মতো সেতুটিও ভেঙে পড়ার আশঙ্কা করছেন মানুষ। স্থানীয়রা বলছেন, অনেক দিন ধরে সেতুর রেলিং ভেঙে পড়ে আছে। খুব সাবধান হয়ে চলাচল করতে হয় পথচারী ও চালকদের। দ্রুত ভেঙে সেতুটি নতুন করে নির্মাণ করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, এই রাস্তা ও সেতু সড়ক ও জনপদের (সওজ) অন্তর্গত। তাঁরা এ ব্যাপারে কিছু বলতে পারছে না।

সরেজমিনে দেখা যায়, কুলিয়ারচরের আগরপুর থেকে পুরাদিয়া বাজারে যাওয়ার পথের লক্ষ্মীপুর মধ্যপাড়ায় সেতুটি অবস্থিত। সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে। পুরোনো এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী। এ ব্যাপারে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক আবুবক্কর বলেন, ‘আমি চেয়ারম্যান হয়েছি নতুন। এই রাস্তা ও সেতুর ব্যাপারে আমার জানা ছিল না। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনেছি। শিগগির আমরা সেতুটির নির্মাণকাজের উদ্যোগ নেব।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘এই রাস্তা ও সেতু আমাদের আওতাধীন নয়। এটা সড়ক ও জনপদের রাস্তা। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ