হোম > ছাপা সংস্করণ

শাহজালালকে চৌদ্দগ্রাম আ.লীগ থেকে অব্যাহতি

চৌদ্দগ্রাম প্রতিনিধি

বিতর্কিত অডিও, ভিডিও ফাঁসের ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদারকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ৪ নম্বর শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তথ্যটি গতকাল শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান জানান, শাহজালাল মজুমদার দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ সব বিষয়ে গতকাল শনিবার তাঁর সভাপতিত্বে পৌর ভবনের সভাকক্ষে আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমপ্রতি উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদারের দুটি অডিও ও দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপের অডিওতে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ নিয়ে এক শিক্ষককে গালাগাল, চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি, এক ছাত্রলীগ নেতাকে অশালীন ভাষায় গালাগাল, মাদক ব্যবসায়ী বলে আখ্যায়িত করতে শোনা যায়। অপর ভিডিওতে তিনি উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় সাংসদ ও তাঁর পরিবারকে নিয়ে মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল জলিল রিপন প্রমুখ।

শাহজালাল মজুমদার বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, আমাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি হাতে পাইনি। কী কারণে আমাকে অব্যাহতি প্রদান করা হলো তাও আমি জানি না। কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমি জানি না। কাউকে অব্যাহতি দিতে প্রথমে শোকজ করতে হয়। কোনো শোকজপত্র পাইনি এবং এ সভা সম্পর্কেও আমি কিছুই জানি না। অব্যাহতির চিঠি হাতে পেলে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ