হোম > ছাপা সংস্করণ

পাংশায় চাল চুরির মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

সরকারি চাল চুরির মামলায় পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডলকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার জেলা দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে। সিদ্দিকুর রহমান উপজেলার চরমৌদিপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০২০ সালের ১৯ এপ্রিল সিদ্দিকুর রহমানের বাঁশআরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত নিজস্ব গুদাম থেকে ৩০ কেজির ১৩৪ বস্তা সরকারি চাল এবং এক কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করে পাংশা থানা–পুলিশ। ওই দিনই পাংশা মডেল থানার উপপরিদর্শক ননী গোপাল গুদামের সামনের দোকানি আব্দুর রাজ্জাক শাহকে প্রধান আসামি এবং সিদ্দিকুর রহমানকে দুই নম্বর আসামি করে মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনার পরে ইউপি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন সিদ্দিকুর। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন।

কোর্ট পুলিশ পরিদর্শক জানান, মঙ্গলবার জামিনের জন্য আবেদন করেন সিদ্দিকুর। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ