মিঠাপুকুরে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু ও তাঁর সহকারী আহত হয়েছেন।
গতকাল সোমবার উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম উজ্জ্বল কুমার (২০)। তিনি উপজেলার বড়হযরতপুর ইউনিয়নের নানকর মুরাদপুর গ্রামের পুরোমত কুমারের ছেলে। আহত ব্যক্তির রাম রাজিবুল মিয়া।
উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক্টরটি সড়কের পাশে একটি পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় চালক উজ্জ্বল পানির তলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক্টরের তলে চাপা পড়া চালক উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।