হোম > ছাপা সংস্করণ

বলিউডে ছাত্রজীবন

বলিউডে এক দশক আগেও নির্দিষ্ট কিছু ধারায় বছরে একাধিক সিনেমা তৈরি হতো। তার মধ্যে বহুল চর্চিত বিষয় ছিল কলেজজীবনের প্রেম। একটা সময় তো ফর্মুলাই হয়ে গিয়েছিল, কলেজে নায়ক-নায়িকার দেখা হওয়া, প্রথমে কিছুটা বৈরী পরিবেশ, তারপর প্রেম ও বড়লোক বাবা কিংবা ভাইয়ের সঙ্গে নায়কের দহরম-মহরম, অতঃপর সুখে-শান্তিতে বসবাস। তবে প্রচলিত এ গণ্ডি থেকে বেরিয়ে কিছু সিনেমা ভিন্ন গল্প দিয়ে মুগ্ধ করেছে সবাইকে। সময় বদলেছে, সেই সঙ্গে বদলেছে কনটেন্টের ধরন। এখন আর কলেজজীবনের প্রেম নিয়ে খুব একটা সিনেমা তৈরি হতে দেখা যায় না।

গত শুক্রবার বলিউডে মুক্তি পেল ‘মিডল ক্লাস লাভ’। এ সিনেমায় সেই পুরোনো বিষয় টিনএজ প্রেম তুলে এনেছেন নির্মাতা রত্না সিনহা। যিনি এর আগে ‘শাদি মে জরুর আনা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। রত্না সিনহা বলেন, ‘সহজ-সরল গল্পগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। অথচ বেশির ভাগ মানুষের জীবন সাধারণ। তার কষ্ট থাকে, না– পাওয়া থাকে, কখনো কখনো জীবনে আসে সুন্দর মুহূর্ত। ছাত্রজীবন সেই সব দারুণ সময়ের অন্যতম অধ্যায়। অথচ এখন পর্দায় তা অনুপস্থিত। জটিল সব বিষয়ে আমাদের কনটেন্ট পরিপূর্ণ। গল্প আসে বেশিরভাগই থানা থেকে। আমি তোমাকে ভালোবাসি—এমন সহজ-সুন্দর কথাগুলো এখন আর সিনেমায় ব্যবহার হয় না।’

ছাত্রজীবন নিয়ে সম্প্রতি তৈরি ভারতের দুটি সিনেমা বেশ আলোচিত হয়েছে—‘৯৬’ ও ‘হৃদয়ম’। দুটি সিনেমাই তৈরি হয়েছে দক্ষিণে, বলিউডে নয়। তবে পেছনে তাকালে বলিউডেও এমন অনেক সিনেমার খোঁজ পাওয়া যাবে।

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক
ছাত্র-শিক্ষকের সম্পর্ক নিয়ে অনেক সিনেমা হয়েছে বলিউডে। হৃতিক অভিনীত ‘সুপার থার্টি’ সিনেমায় দেখানো হয়েছে বিহারের গণিতবিদ আনন্দ কুমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের বাচ্চাদের পড়ান। শিক্ষক আর ছাত্রের সম্পর্কের মাধুর্য এত দারুণভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক, যা দর্শকের চোখে আনে আনন্দাশ্রু। টুরেটস সিনড্রমে আক্রান্ত এক শিক্ষিকার জীবনযুদ্ধের কথা বলা হয়েছে ‘হিচকি’ সিনেমায়। একজন শিক্ষিকা এই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে কীভাবে এগিয়ে যাচ্ছেন, সেটা নিয়েই এ সিনেমার গল্প। এ ছাড়া এই তালিকায় রয়েছে ‘ব্ল্যাক’, ‘তারে জমিন পার’, ‘ম্যায় হু না’-এর মতো আলোচিত সিনেমা।

তোমার জন্য মরতে পারি
টিনএজ প্রেমে ‘তোমার জন্য মরতে পারি’ টাইপ টানটা সবচেয়ে বেশি থাকে। ‘তেরা সাং’ এমন একটা সিনেমার উদাহরণ। ২০০৯ সালে মুক্তি পায় সিনেমাটি। মাধুরী পুরি (সিনা শাহবাদি) বড়লোক ঘরের সন্তান। তার সঙ্গে কবীরের (রুশলান মুমতাজ) প্রেম হয়। সম্পর্ক গাঢ় হতে থাকে। কলেজের এক ট্রিপে বন্ধুদের সঙ্গে তারাও দুজন যায়। জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে। একটা সময় মেয়েটা টের পায়, সে মা হতে যাচ্ছে। ১৫ বছরের মাধুরী আর ১৭ বছরের কবীরের জীবনযুদ্ধ শুরু হয়। তারা বাড়ি থেকে পালায়। এমন গল্পের সিনেমার তালিকায় রাখা যায় ‘তেরে নাম’, ‘দিওয়ানাপান’-এর নামও।

শিক্ষাপদ্ধতির অসংগতি
ছাত্রজীবনের গল্প বললেই আসবে ‘থ্রি ইডিয়েটস’-এর নাম। পড়াশোনার চাপে নিজেদের স্বপ্নগুলোকে ভুলতে থাকা শিক্ষার্থীরা যেন নতুন করে জেগে ওঠে এ সিনেমার মাধ্যমে। পরিচালক রাজকুমার হিরানী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শিক্ষাপদ্ধতির বিভিন্ন অসংগতি। অভিভাবকেরাও বুঝতে শিখলেন, কীভাবে সন্তানদের স্বপ্নের মূল্যায়ন করতে হয়। এই সিনেমার পর ভারতে একটি নতুন ক্রেজ তৈরি হয়। এই ধাঁচের সিনেমার তালিকায় পরবর্তী সময়ে যোগ হয়েছে ‘তারে জমিন পার’, ‘ছিচোরে’-এর মতো সিনেমা।

প্রতিবাদ প্রতিরোধে
আমির খান অভিনীত ‘রং দে বাসন্তি’ সিনেমায় দেখানো হয়েছে, তরুণরা চাইলেই বদলে দিতে পারে সব। ইতিহাসও তা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এই সিনেমায় রাজনীতি, ইতিহাস, বন্ধুত্ব, কমেডি সবই আছে। কিন্তু যেটা সবকিছু ছাপিয়ে উঠেছে সেটা হলো তারুণ্যের জয়গান। ‘আরাকশন’, ‘যুবা’ সিনেমাকেও এই ধাঁচের তালিকায় রাখা যায়। 

প্রেম আসে ফিরে
রাহুল-টিনার কথা মনে আছে? ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘কুচ কুচ হোতা হ্যায়’। শাহরুখ-রানি মুখার্জি-কাজলের ত্রিভুজ প্রেমের শুরুটা হয় কলেজজীবন থেকেই। এরপর পরিণত বয়সে গিয়ে পায় পরিণতি। এটি এখনো অনেকের প্রিয় সিনেমা। এই ধাঁচের সিনেমার তালিকায় রাখা যায় ‘লক্ষ্য’, ‘টু স্টেটস’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘আকাশ ভানি’, ‘মোহাব্বাতেন’–এর মতো সিনেমা।

সহজ-সরল গল্প
স্কুলজীবনের হাসি-ঠাট্টা আর মন-কষাকষির গল্প নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে বলিউডে। এর মধ্যে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘জো জিতা ওহি সিকান্দার’, , ‘জানে তু ইয়া জানে না’, ‘দিল দোস্ত ইটেসি’, ‘পুরানি জিনস’, ‘ইয়ারিয়া’, ‘ইশক ভিশক’, ‘ফালতু’ সিনেমাগুলোতেও উঠে এসেছে ছাত্রজীবনের সহজ-সরল প্রেমের গল্প।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ