হোম > ছাপা সংস্করণ

‘হয়রানির শিকার হচ্ছেন তৃণমূলের সাংবাদিকেরা’

বরিশাল প্রতিনিধি

বরিশালে এক মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা বলেছেন, সাংবাদিকতা করতে নানা বাঁধার মুখে পড়তে হচ্ছে। হামলা, মামলায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তৃণমূলের সাংবাদিকেরা। কোনো কোনো সাংবাদিক নেতার এ ক্ষেত্রে সহযোগিতার পরিবর্তে ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করার নজির রয়েছে। এ অবস্থায় অনুসন্ধানী সাংবাদিকতায় আগ্রহ হারিয়ে যাচ্ছে। প্রকৃত সাংবাদিকতা ফিরিয়ে আনতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

গতকাল শনিবার বরিশাল নগরীতে ‘অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয়’-বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় মতবিনিময়ের আয়োজক সুশাসনের জন্য নাগরিক (সুজন) কে নিউজ ব্যাংক গড়ে তোলার পাশাপাশি তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

শনিবার নগরীর শিক্ষক ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত। বক্তব্য রাখেন সুজন এর বরিশাল মহানগর সাধারণ সম্পাদক রফিকুল আলম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, সুজন সদস্য সাংবাদিক বিধান সরকার, বেসরকারি সংস্থা হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়ক মেহের আফরোজ মিতা প্রমুখ।

মতবিনিময় সভায় সুজন এর পক্ষ থেকে সাংবাদিকদের এ ধরনের সমস্যা এবং দাবি সরকারকে অবহিত করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ