চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলায় এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মিনারুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত জামাল উদ্দিন ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক জানান, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি আলোচনা সভার মধ্যেই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল ঘুষি মেরে দেন সভাপতিকে। এর কিছুক্ষণ পর বাজারে গেলে পরিকল্পিতভাবে সাধারণ সম্পাদক জামাল ও তাঁর ছেলে শুভ পেছন থেকে পিটিয়ে আহত করেন সভাপতি মিনারুলকে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই মিনারুলের চাচা শরিফ উদ্দিন কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, ‘আমি মারিনি। বরং আমাকে ও আমার ছেলেকে মারা হয়েছে।’