নরসিংদীতে এক দিনে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৯৮ জনে।
সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে ১২৭টি নমুনা পরীক্ষায় ১৬ জনের ও ৭২টি অ্যান্টিজেন পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৩ শতাংশ।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, রায়পুরায় ১, বেলাবোতে ১ ও শিবপুরে ৫ জন।
এ পর্যন্ত সদর উপজেলায় ৫ হাজার ৯৮২ জন, রায়পুরাতে ৬০৬, বেলাবোতে ৭২০, মনোহরদীতে ৮৮০, শিবপুরে ১ হাজার ৩৯০ ও পলাশে ১ হাজার ৬২০ জন শনাক্ত হয়েছেন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৬। এর মধ্যে করোনা রোগী ১০ ও উপসর্গসহ ১৬ জন।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪০ জন, রায়পুরা ৮, বেলাবোতে ৯, মনোহরদীতে ১১, শিবপুরে ৮ ও পলাশে ১২ জন।