রাজশাহীর বাঘায় অটোভ্যান চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার চকশো গ্রামের সজিব আহম্মেদ (১৬) ও কামরুল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার চক এনায়েতপুর গ্রামের আলাল উদ্দিন নিজের অটোভ্যানে করে স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ভ্যান রেখে স্ত্রীকে নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় যান তাঁরা। পরে নিচে নেমে ভ্যানটি জায়গায় পাননি। এরপর আলাল উপজেলার প্রবেশপথগুলোতে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাঘা বাজারের শাহী মসজিদের মাজার গেট এলাকায় ভ্যানসহ দুজনকে ধরে ফেলে পুলিশকে খবর দেন তিনি।
খবর পেয়ে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) এম এ কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেন। আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে অটোভ্যান মালিক বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।