হোম > ছাপা সংস্করণ

বাংলাদেশ-ভারত সম্পর্ক একই সূত্রে গাঁথা: মন্ত্রী

কাউনিয়া প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করেছিল তা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশ-ভারতের সম্পর্ক একই সূত্রে গাঁথা।

কাউনিয়ার মিরবাগ গ্রামে নলঝুড়ি শ্রীশ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ ভবনের নির্মাণকাজ গত মঙ্গলবার পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ভারত সরকারের অর্থায়নে এই নির্মাণ চলছে।

টিপু মুনশি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার যেভাবে বাংলাদেশকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছিল, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও সেই সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আজ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ঘটেছে। ভবিষ্যতে এই বাণিজ্য সম্পর্কের আরও উন্নয়ন হবে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে আজ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। অবহেলিত এলাকায় ব্যবসায়ী অঞ্চল গড়ে উঠছে।

বাংলাদেশ-ভারতের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ আখ্যায়িত করে টিপু মুনশি বলেন, ‘ভারতে আমাদের দেশীয় পণ্যের সম্প্রসারণ ঘটেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় ভারত সরকার। সে বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিভৃত পল্লি অঞ্চলে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এখানকার মানুষের জীবনমান বদলে যাবে। এ জন্য মন্ত্রী ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, ‘ভারতের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখার জন্য দুই দেশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ। এ দেশের গ্রামেগঞ্জে এবং শহরে অবকাঠামো উন্নয়নসহ যোগাযোগের উন্নয়ন হয়েছে।’

হাইকমিশনার আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায়। কিছু সমস্যা থাকলেও আগামীতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে।

নলঝুড়ি শ্রীশ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ