হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসের নানা কর্মসূচির প্রস্তুতি

বরিশাল প্রতিনিধি

বিজয়ের ৫০ বছর উপলক্ষে বরিশাল নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। বিজয় উৎসবকে ঘিরে এরই মধ্যে নগরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। সাঁটানো হয়েছে রাজনৈতিক নেতাদের ব্যানার ফ্যাস্টুন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বাহারি রঙের আলোকসজ্জা।

১২ ডিসেম্বর থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ছয় দিন ব্যাপী মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত, গীতি আলেখ্য ও নাটক।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে প্রথমে রয়েছে ১৬ ডিসেম্বর সকাল ৬টা ৩৫ মিনিটে জেলা পুলিশ লাইনস মাঠে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হবে। সকাল ৬টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পাঠ করানো হবে। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ