বান্দরবানের রোয়াংছড়িতে স্যাপলিং কর্মসূচির সমাপনী (ক্রোজ আউট) সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল সংস্থার অধীনে এনজিও গ্রাউস এই কর্মসূচি বাস্তবায়ন করছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু, কৃষি কর্মকর্তা হাব্বিবুন নেচ্ছা, বান্দরবান জেলার স্যাপলিং প্রকল্পের ব্যবস্থাপক ডা. অংসাজাই মারমা।
শুভেচ্ছা বক্তব্যে হেলেন কেলার-এর এনজিও স্যাপলিং প্রকল্পের ব্যবস্থাপক ডা. অংসাজাই মারমা জানান, জেলায় ৫টি উপজেলায় স্যাপলিং প্রকল্পের কার্যক্রম রয়েছেন। গ্রাউস এনজিও স্যাপলিং প্রকল্পের অধীনে মাতৃ-শিশু স্বাস্থ্য ও পুষ্টি, স্বাস্থ্য পরিচর্যা, দুর্যোগ পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করে থাকেন। ৩০ সেপ্টেম্বর ২০১৫ থেকে শুরু হওয়া স্যাপলিং প্রকল্পের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২১ শেষ হবে। আইইএইচএফপি গ্রুপের ৫ হাজার ১০৩ জন উপকার ভোগী ছিলেন।