হোম > ছাপা সংস্করণ

সিআরবি ছাড়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের প্রাণকেন্দ্র সিআরবি। এই সিআরবি রক্ষায় প্রতিদিনই আন্দোলন চলছে। এর মধ্যে সেখানকার তিন প্রবেশমুখে গেট নির্মাণের কাজ শুরু করেছে রেলওয়ে।

তবে এটিকে ভালোভাবে নিচ্ছেন না বিশিষ্টজনেরা। তাঁদের পরামর্শ, রেলওয়ের উচিত সিআরবিকে মানুষের জন্য ছেড়ে দেওয়া। নগরের অন্য কোথাও বাণিজ্যিক এলাকায় অফিস স্থানান্তর করা।

জনসাধারণের পথ রুদ্ধ করার প্রতিক্রিয়ায় একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, নগরের একমাত্র খোলা জায়গা সিআরবি। সেখানে প্রতিদিন সকাল-বিকেল মানুষ হাঁটেন। প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দীর্ঘদিন এই রীতি চলে এসেছে। সিআরবিতে হাসপাতাল হচ্ছে, তখন তাদের ডিস্টার্ব হবে না। জনসাধারণের জন্য যদি তাদের বা রেলওয়ের ডিস্টার্ব হয়, তাহলে মানুষের জন্য সিআরবি ছেড়ে দিয়ে নগরের অন্য কোনো বাণিজ্যিক এলাকায় রেলওয়ে অফিস স্থানান্তর করতে পারে।

পরিবেশবিদ ইদ্রিস আলী বলেন, সিআরবির পরিবেশ ধ্বংস করে রেলওয়ে হাসপাতাল করছে। প্রতিবাদে প্রায় প্রতিদিনই সিআরবিতে গিয়ে আন্দোলন করছেন চট্টগ্রামের মানুষ। তিন প্রবেশমুখে কাউকে প্রবেশ করতে না দিয়ে গাছ কেটে পরিবেশ ধ্বংস করার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়।

সিআরবিতে ভবিষ্যতে মানুষের চলাচল বাধাগ্রস্ত হলে নগরের সব জায়গা রেল কর্মকর্তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, হাসপাতাল করলে তাদের ডিস্টার্ব হয় না। মানুষ ও যানবাহন চলাচল করলে ডিস্টার্ব হবে। সিআরবি মানুষের সম্পদ। সেখানে যেতে মানুষজন যদি বাধা পান, তাহলে নগরের কোনো জায়গা দিয়ে রেল কর্মকর্তাদের চলতে দেওয়া হবে না। তাদের জনগণ প্রতিহত করবে।

সরেজমিন দেখা গেছে, ভবিষ্যতে ভারী যানবাহন ও জনসাধারণের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে কদমতলী পেট্রল পাম্পের সামনে সিআরবিতে প্রবেশপথে গেট নির্মাণের কাজ চলছে। সেখানে দুটি পিলার তোলা হয়েছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ও টাইগারপাস অংশে এখনো গেট নির্মাণের কাজ শুরু হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ