জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে কিশোরগঞ্জ জেলার তাড়াইলের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুকে। গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
মুজিবুল হক চুন্নু উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং একই বছরে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন।
১৯৮৮,২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তাড়াইল জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন। মুজিবুল হক চুন্নু এখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।