১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উপন্যাসটি। ‘আনন্দমঠ’ এবার দক্ষিণে। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় নির্মাণ হবে সিনেমা। বাংলা ভাষায়ও ডাবড হয়ে মুক্তি পাবে। সিনেমার নাম ‘১৭৭০’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার।
যেখানে ‘বন্দে মাতারাম’ গানের আবহে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই উপন্যাসেই প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মাতারাম গানটি। তাই সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে মোশন পোস্টারে। সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে আছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি বহু বিখ্যাত দক্ষিণী সিনেমার লেখক।
সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘১৭৭০’ সিনেমার শুটিং। হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বিভিন্ন জায়গায় শুটিং হবে। প্রভাস বলেন, ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমি আগে ইংরেজিতে পড়েছি। আনন্দমঠও আমার অনেক দিন আগেই পড়া। তাই সিনেমাটি নিয়ে একটু বেশি আগ্রহী।’
১৯৭৩ সালের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র লেখেন ‘আনন্দমঠ’। ১৯৮২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’। জানা গেছে, সিনেমাটি বাণিজ্যিক এবং মানবিক আবেগের মিশ্রণে তৈরি হবে।