হোম > ছাপা সংস্করণ

বঙ্কিমের আনন্দমঠ নিয়ে দক্ষিণে সিনেমা

১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উপন্যাসটি। ‘আনন্দমঠ’ এবার দক্ষিণে। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় নির্মাণ হবে সিনেমা। বাংলা ভাষায়ও ডাবড হয়ে মুক্তি পাবে। সিনেমার নাম ‘১৭৭০’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার।

যেখানে ‘বন্দে মাতারাম’ গানের আবহে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই উপন্যাসেই প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মাতারাম গানটি। তাই সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে মোশন পোস্টারে। সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে আছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি বহু বিখ্যাত দক্ষিণী সিনেমার লেখক।

পরিচালনা করছেন এস এস রাজামৌলি ও অশ্বিনী গঙ্গারাজু। প্রযোজনা করছেন রাম কমল মুখোপাধ্যায়, সুরজ শর্মা ও সুজয় কুট্টি। জানা গেছে, ‘১৭৭০’ সিনেমায় অভিনয় করছেন নানা পাটেকর, প্রভাস, ঐশ্বরিয়া রাই, রামচরণ ও বিজয় সেতুপতি। স্বামী সত্যানন্দের চরিত্রে নানা পাটেকর, মহেন্দ্রর চরিত্রে প্রভাস, কল্যাণী চরিত্রে ঐশ্বরিয়া ও ভবানন্দের চরিত্রে রামচরণ অভিনয় করছেন। চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘বহুদিন আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসামান্য সৃষ্টি পড়েছিলাম। উপন্যাসটি আমার মনে গভীর দাগ কেটেছিল। তাই যখনই সুজয় ও রাজকমল এই সিনেমার চিত্রনাট্য লেখার কথা বলেন, আমি প্রথমটায় একটু অবাকই হই। ভেবেছিলাম, এই প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই গল্প। তবে রামকমলের সঙ্গে কথা বলে বুঝতে পারি, এই সিনেমা নিয়ে ওর একটা বিশেষ ভাবনা রয়েছে।’

সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘১৭৭০’ সিনেমার শুটিং। হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বিভিন্ন জায়গায় শুটিং হবে। প্রভাস বলেন, ‘বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমি আগে ইংরেজিতে পড়েছি। আনন্দমঠও আমার অনেক দিন আগেই পড়া। তাই সিনেমাটি নিয়ে একটু বেশি আগ্রহী।’

১৯৭৩ সালের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র লেখেন ‘আনন্দমঠ’। ১৯৮২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’। জানা গেছে, সিনেমাটি বাণিজ্যিক এবং মানবিক আবেগের মিশ্রণে তৈরি হবে।

 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ