চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ আ. মুমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পৌরসভার উত্তর বাজার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় টমটম জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে টমটমে তল্লাশি চালিয়ে গাঁজাসহ মুমিনকে আটক করা হয়েছে। পরে এদিন বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়। মুমিন চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের বাসিন্দা।
গাঁজাসহ মুমিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ আজকের পত্রিকাকে বলেন,সোমবার মুমিনকে আটকের পর বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়।