হোম > ছাপা সংস্করণ

খেলার মাঠে হালচাষ করে কলাইয়ের বীজ বপন

প্রতিনিধি, গৌরীপুর

একদিন আগেও ছিল সবুজ দুর্বা ঘাসে ঢাকা খেলার মাঠ। ছিল শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর কলকাকলীতে মুখর। সারা বছর চলে খেলাধুলা। দুই ঈদের নামাজ পড়ানো হয় এখানে। কিন্তু হঠাৎ করেই তা হয়ে গেল চাষের জমি।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যরা মাঠে হাল চাষ করে বপন করে দিয়েছেন মাষকলাইয়ের বীজ। মাঠে হালচাষ করে বীজ বপন করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারক দিয়েছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আ. হেকিম, জমিদাতা হেলাল উদ্দিন, আবদুল হেলিম, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম মিলে মাঠটিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে মাষকলাইয়ের বীজ বুনে দিয়েছেন। এ ছাড়া মাঠে থাকা প্রায় তিন লাখ টাকার গাছও তাঁরা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্বল্প পশ্চিম পাড়া গ্রামের আবুল বাসার জানান, পরিচালনা কমিটির সদস্য হেলাল উদ্দিনের বাবা মৌলানা আব্দুর রহিম ১৯৫৬ সালে ২ একর ৩০ শতাংশ জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াক্ফ করে দেন। সেই থেকে ওই জমিতে খেলাধুলা ও ঈদের জামায়াত চলে আসছে। জমিটি দখল করার জন্যই তাঁরা চাষাবাদ করেছেন।

গ্রামের বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা এ মাঠে খেলাধুলা ও ঈদের নামাজ পড়ছি। হঠাৎ করেই কমিটির লোকজন এখানে হালচাষ করে ফসল বুনে দিয়েছেন।’

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন বলেন, ‘প্রায় শতবর্ষী এ মাঠটি এলাকার শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ। দখল করার উদ্দেশ্যেই পরিচালনা কমিটির সদস্যরা মাঠে হাল চাষ করেছেন।’

এ বিষয়ে স্বল্প পশ্চিম পাড়া ঈদগা মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য চাষাবাদ করা হয়েছে। এখানে খেলাধুলা করার কোনো নিয়ম নেই বলে দাবি করেন তিনি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠটি ওয়াকফকৃত সম্পত্তি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ