হোম > ছাপা সংস্করণ

একসঙ্গে তিন সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার

রংপুর প্রতিনিধি

রংপুরে সোহানা পারভিন নামে এক গৃহবধূ একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। অপূর্ণ বয়সে জন্ম নেওয়া নবজাতকগুলোকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অসচ্ছল পরিবারটি।

সোহানা গত বৃহস্পতিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন। তিনি মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট পিয়ার এলাকার বাদল মিয়ার স্ত্রী।

গতকাল শুক্রবার হাসপাতালে গিয়ে কথা হয় বাদল মিয়ার সঙ্গে। তিনি জানান, তাঁদের ঘরে ১২ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এর মধ্যে স্ত্রী সোহানা আবারও অন্তঃসত্ত্বা হন। পরে আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তাঁর গর্ভে তিনটি বাচ্চা রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সোহানাকে বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি।

হাসপাতালের চিকিৎসক তুলি রহমান জানান, বাচ্চা তিনটিকে অপূর্ণ বয়সে সিজারিয়ানের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। এ জন্য ৭২ ঘণ্টা না গেলে তাদের আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এদিকে আর্থিক সামর্থ্য না থাকায় নবজাতকদের নিয়ে চিন্তিত বাবা বাদল। তিনি জানান, আগে তিনি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। করোনা পরিস্থিতিতে চাকরিটি চলে যায়। বর্তমানে তিনি একটি ওষুধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। স্বল্প আয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় তিন সন্তানের চিকিৎসাসহ অন্যান্য ব্যয়ভার বহন করা তাঁর জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ জন্য একটি মানসম্মত চাকরির আকুতি জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ