ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধানখেতে খুশি আক্তার (১৭) নামের এক কিশোরীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে। সে গৌরিপুর গ্রামের কবির আহমদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে নিখোঁজ খুশি আক্তার নিখোঁজ হয়। ওই দিন ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেয়ের বাবা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।