হোম > ছাপা সংস্করণ

বিএনপির মানববন্ধনে খালেদার মুক্তি দাবি

নোয়াখালী প্রতিনিধি

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে দলটির নেতারা বলেন, এক/এগারোর পর যে সরকার ক্ষমতায় এসেছে, তারা ২০১৪ সালে নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। সেই নির্বাচনে এ দেশের কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি। ৫ জানুয়ারির সেই নির্বাচনে বিনা ভোটে ১৫৩ জন নির্বাচিত হয়েছিল। সরকার গঠন করতে লাগে ১৫১ জন, সেখানে বিনা ভোটে ১৫৩ জনকে নির্বাচিত করা হয়। তারপরও সেই নির্বাচনকে তারা বৈধ নির্বাচন বলে দাবি করছে।

সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করুন এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠন করুন। খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করুন।

বক্তারা বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। আমরা তাঁর সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়ে এলেও সরকার তাতে তোয়াক্কা করছে না। আমরা এ দেশ স্বাধীন করেছিলাম আমাদের ভোটাধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য। কিন্তু আমরা কী দেখেছি, যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু সেই গণতন্ত্রের মূল্যায়ন করেনি। যে কারণে আমাদের গণতন্ত্র বিপন্ন হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।’

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ভিপি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি পলাশ, দেলোয়ার হোসেন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ