হোম > ছাপা সংস্করণ

‘চেতনা শাণিত করে বিজয় শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিজয় শোভাযাত্রা চেতনাকে শাণিত করে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল রোববার নগরীর সিজেকেএস কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। মুজিব শত বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে এ সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।

এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সরকারি বাহিনীসমূহ, বিভিন্ন সরকারি-আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সর্বস্তরের জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

মুহিবুল হাসান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও দেশবিরোধী অশুভ চক্র আবারও ষড়যন্ত্রে মেতেছে। বীর চট্টলার অকুতোভয় জনতা এ অপশক্তিকে রুখে দেবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক আইনজীবী শেখ ইফতেখার সাইমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। প্রধান বক্তা ছিলেন বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, আনসার অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন ও আজিজুর রহমান, রেল কর্মকর্তা কামাল আকতার হোসেইন, সিএমপির এডিসি এস বি মির্জা সাঈম মাহমুদ, কমান্ড্যান্ট এস এম শিবলী নোমান, ডেপুটি জেলার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সাইমুর উদ্দিন, আরএনবির কমান্ড্যান্ট শফিকুল ইসলাম বক্তব্য দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ