আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসায় পাসের হার শতভাগ। এ বছর এ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন ৩৪৩ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে ৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সব পরীক্ষার্থী পাস করেছে। তাদের পরীক্ষার ফলাফলে আমি খুশি।’
মাদ্রাসার শতভাগ পাসের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, মাদ্রাসাটি রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় পড়ালেখায় কোনো সমস্যা হয় না। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য আলাদা ক্লাস, শিক্ষাসহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি, টিউটর শিক্ষককের ব্যবস্থা থাকা ও নিয়মিত অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা হয়।
এদিকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৪৯৮ জন। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৪৭১ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন। ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৪২৬ জন। উত্তীর্ণ ৩৮৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৫৪ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৫১ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।