মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০২০ সালে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের বরণ করল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমলগঞ্জ শাখা। গত শুক্রবার বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা, জয়কুমার হাজরা প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ভেড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা ইয়ামিন ইমু।