নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহত দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সাংসদ ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার কথা বলার ভাষা নেই। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। অবুঝ তিন শিশুর মৃত্যুর খবরটি জানার পর আমার আর কিছুই ভালো লাগছিল না। পাশাপাশি তাদের বাঁচাতে শামীম হোসেন নামে যে যুবকটি নিজের জীবন দিয়েছেন। আমি তাঁকে শ্রদ্ধা জানাই।’
গত বৃহস্পতিবার রাত ৮টায় কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়ায় সাংসদ আসাদুজ্জামান নূর নিহত দুটি পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন। তিনি আর্থিক সহযোগিতা ছাড়াও তাঁদের পাশে থাকার ঘোষণা দেন। এর আগে তিনি নিহত তিন সহোদর ও শামীমের কবরে মাটি দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার নবনির্বাচিত মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।