মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিশু হুমায়রা হিমু (১০) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার কনকসারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে হিমু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য দেন, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, কনকসার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ আলম মোড়ল, স্থানীয় শিক্ষক ও সকল শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হিমু স্থানীয় হানিফ ব্যাপারীর মেয়ে। হিমুর পরিবার জানায়, এর আগে গত বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হিমু। পরে অনেক খোঁজ করে তাকে না পাওয়ায় ওই দিন রাতে এ বিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করে নিহতের বাবা হানিফ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে বস্তাটি খুলে ওই শিশুটির মরদেহ পাওয়া যায়।