তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম সামসু। আওয়ামী লীগে যোগদান করেছেন। এদিকে পরাজয়ের জন্য নৌকাডুবির জন্য দলীয় নেতা-কর্মীদের অসহযোগিতার অভিযোগ করে আসছেন নৌকার প্রার্থী আব্দুল বাতেন।
গতকাল উপজেলার ৮টি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে উপজেলা হলরুমে নব নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মাধ্যমে আ. লীগে যোগদান করেন। নির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকে আওয়ামী লীগে যোগদান করানোয় দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
সামসুল আলম সামসু জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি।
নৌকার পরাজিত প্রার্থী আব্দুল বাতেন অভিযোগ করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল ইসলাম ভূঁইয়া দিনে নৌকার পক্ষে থাকলেও রাতে বিদ্রোহী প্রার্থী ইউসুফ দেওয়ানের পক্ষে কাজ করেছেন।
সামসুল আলম সামসু আওয়ামী লীগে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগে যোগদানের ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই।’