পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনায় পিরোজপুর সদর থানায় অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র।
পিরোজপুর পৌর শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ সড়কে অবস্থিত বাড়িতে রোববার রাতে এ চুরি হয়।
গাজী কামরুজ্জামান শুভ্র জানান, তাঁর বাবা গাজী নুরুজ্জামান বাবুলের চিকিৎসার জন্য বাসার সবাই ঢাকায় অবস্থান করছিলেন। বাসা দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকারকে রেখে গিয়েছিলেন। কিন্তু রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল প্রথমে বাড়ির কেচিগেটের হুক ভাঙে ও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে।
পরে ঘরের প্রতিটি রুমে গিয়ে আলমারি ও শোকেসের তালা ভেঙে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার, দেড় লাখ টাকার মূল্যবান ঘড়ি, নগদ ২৫–৩০ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করে পরিবারের সদস্যরা। রোববার রাতে বাড়ির পাশে থাকা কেয়ারটেকার চুরির বিষয়টি টের পেয়ে বিষয়টি সবাইকে জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান মিলু বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’