হোম > ছাপা সংস্করণ

চক্করে মোশাররফ করিমের সঙ্গী রিকিতা নন্দিনী শিমু

সরকারি অনুদানে শরাফ আহমেদ জীবন নির্মাণ করেছেন ‘চক্কর ৩০২’। সম্প্রতি নিজের প্রথম সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। অভিনয়শিল্পীদের কারও নাম প্রকাশ না করলেও পোস্টার দেখে বোঝা যাচ্ছে, চক্করের প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। অভিনেতাও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সিনেমার পোস্টার।

এবার জানা গেল, চক্কর সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’ দিয়ে শুরু, এরপর গত এক যুগে ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’, ‘ফেরেশতে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। আজকের পত্রিকাকে শিমু বলেন, ‘চক্কর সিনেমায় আমি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ।’

মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে শিমু বলেন, ‘পর্দায় তিনি যেমন স্বচ্ছ একজন মানুষ, পর্দার বাইরেও ঠিক তেমন। এই সিনেমায় কাজ করে বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করলাম। শুটিংয়ে অনেক সহায়তা পেয়েছি তাঁর কাছ থেকে। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করব—এটা ভেবে ভয় লাগছিল প্রথমে। কিন্তু মোশাররফ ভাই এতটাই মজার মানুষ, শুটিং শুরুর আগে তিনি আমার ভয় দূর করে দিয়েছেন। অনেক আনন্দ করে সবাই কাজটি করেছি।’

চক্কর সিনেমার গল্প নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।’ চক্কর সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে চক্কর ৩০২।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ