অভয়নগর প্রতিনিধি
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের অভয়নগরের ৮ ইউপিতে ৪৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল হয়েছে ৩ জনের। আগামী ২৬ ডিসেম্বরের এই নির্বাচনে ৪৩৮ জনের মনোনয়নপত্র জমা পড়ে।
গত সোমবার ছিল মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে ৫৯, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৯৫ ও সাধারণ ইউপি সদস্য পদে ২৮৪ জন। গত সোমবার মনোনয়ন যাচাই বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য ১ জন ও সংরক্ষিত ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।