তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাস মালিক-শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানেও বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে কোনো বাস চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
গতকাল সকালে বান্দরবান বাস স্টেশনে গিয়ে দেখা গেছে সব বাস-কাউন্টার বন্ধ। বাসগুলো স্টেশনে থেমে আছে। তবে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী বাস স্টেশনে গিয়ে দুর্ভোগে পড়েন।
বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম পূর্বাণী চেয়ারকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু আজকের পত্রিকাকে জানান, বাস মালিক সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে কোনো রুটে চলাচলকারী বাস ছেড়ে যায়নি, আসেনি। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘট সমর্থনে করছে বান্দরবানের বাস মালিকেরা। তাই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
একই ধরণের কথা বলেন, বান্দরবান শৈলশোভা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুছ।