গৌরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে রামগোপালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
গত সোমবার জেলা আওয়ামী লীগ বহিষ্কারের সুপারিশের চিঠি কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর প্রেরণ করেছে।
গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন থেকে ছয়জনকে বহিষ্কারের সুপারিশের চিঠি পাওয়ার পর আমরা সেটা জেলায় পাঠিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলার নেতারা চিঠিটি কেন্দ্রে পাঠিয়েছেন।
বহিষ্কারের সুপারিশপ্রাপ্ত ছয়জন হলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল-আমিন জনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বিদ্রোহী প্রার্থী শাহ সৈয়দ আশরাফুল আলম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।