ময়মনসিংহের বিভিন্ন বিদ্যালয়ে ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি ঘুরছে। গতকাল বৃহস্পতিবার সকালে বই গাড়িটি উপস্থিত হয় উপজেলার চর হরিপুর স্কুল অ্যান্ড কলেজে।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কাব্য সুমী সরকার, বই ঘর লাইব্রেরি মালিক হাবিব আহসান, সৌরভ দত্ত, চর হরিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সোহাগ, প্রধান শিক্ষক মো. শাহীন মিয়াসহ প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়ি, বই ঘর ভ্রাম্যমাণ লাইব্রেরি সম্প্রতি দেশের ২৫টি জেলার বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ নিয়ে জানতে চাইলে বই ঘর লাইব্রেরি মালিক হাবিব আহসান বলেন, ‘শুধু মাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি ঘরে পাঠক বৃদ্ধি করতে হবে। প্রতি ঘরের মা-বাবা ও সবার সমন্বয়ে পারিবারিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে।