এখনো জয়ের যাত্রা অব্যাহত রেখেছে দক্ষিণ ভারতের সিনেমা ‘আরআরআর’। ভারতের পর সিনেমাটি এবার দাপট দেখাচ্ছে জাপানে। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি জাপানে মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১ কোটি রুপির বেশি।
জাপানের বাজারে মুক্তির প্রথম দিনে কোনো ভারতীয় সিনেমা এর চেয়ে বেশি আয় করতে পারেনি। এর আগে সর্বোচ্চ রেকর্ডটি ছিল দক্ষিণি সুপারস্টার প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার। প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল প্রায় ৯০ লাখ রুপির মতো। ভারতের বাজারেও মুক্তির প্রথম দিনের আয়ের দিক থেকে রেকর্ড করেছে ‘আরআরআর’। প্রথম দিনে ২৫৭ কোটি রুপির ব্যবসা করেছে ঐতিহাসিক গল্পের সিনেমাটি।